আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ৫:৫৮ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৮, ২০২৩, ১২:১৭ পি.এম
কালুখালীর প্রতিবন্ধী নারীকে পাংশায় ধর্ষনের চেষ্টা
রাজবাড়ীর কালুখালী উপজেলার এক প্রতিবন্ধী নারীকে পাংশার আখক্ষেতে ধর্ষনের চেষ্টা করেছে এক লম্পট। এব্যাপারে পাংশা মডেল থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে প্রতিবন্ধী নারীর ভগ্নিপতি।
বুধবার (৬/৬/২০২৩) সকাল ৭ টায় পাংশার বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষনের চেষ্টার কথা প্রকাশ করায় ওই নারীকে মারপিট করে ওই লম্পট। ফলে ওই নারী কালুখালী হাসপাতালে ভর্তি হয়েছে।
ধর্ষনের চেষ্টাকারীর নাম তৈয়ব শেখ (৩৮)। সে পাংশার বাগমারা গ্রামের আকুল শেখের পুত্র। তার বাড়ীর পাশের এক আখ ক্ষেতে ঘাস কাটতে যায় এক প্রতিবন্ধী নারী। এ সময় তৈয়ব তাকে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। সে আত্মরক্ষার জন্য চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে।
এ সময় প্রতিবন্ধী নারী ধর্ষনের চেষ্টার কথা বলায় তৈয়ব তার চুলের মুঠি ধরে কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এছাড়াও তৈয়ব আলীর পুত্র রাজ (১৮) ছুটে এসে ওই প্রতিবন্ধী নারীকে বাটাম দিয়ে পিটিয়ে আহত করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha