আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৭:৫২ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৭, ২০২৩, ৯:২৩ পি.এম
ব্রীজ নয় জেনো মরণফাঁদ, চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ, দেখার কি কেউ নেই!
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের এই ব্রীজটির বেহাল দশার কারণে প্রতিনিয়ত জনভোগান্তিতে কয়েকশত পরিবার। অধিক ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে দুই দিকের মানুষ। বেরুবাড়ী বাজার পায় হয়ে চর বেরুবাড়ী যাওয়ার রাস্তায় জনদূর্ভোগের মরণফাঁদে পরিনত হয়েছে ব্রীজটি। যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনা হতে পারে ।
ব্রীজের পূর্ব পার্শ্বের কয়েকটি গ্রামের ৫০০ পরিবারের মানুষজনের কবে হবে মুক্তি জনদূর্ভোগের এই মৃত্যুকুপ থেকে! দীর্ঘদিন যাবৎ নতুন করে ব্রীজের কাজ না করায় ক্ষোভের আভাস লক্ষ্য করা গেছে গ্রামবাসীর কাছে। এলাকাবাসীর দাবি দ্রুত ব্রীজটি আবার নতুন করে করা হোক যাতে যাতায়াত ব্যবস্থা ভালো থাকে।
ঐ এলাকার কয়েকজন ছাত্রছাত্রী জানান স্কুল কলেজ যাওয়া আসায় খুব কষ্ট করে যেতে হয়। হঠাৎ কেউ অসুস্থ হলে জরুরি প্রয়োজনে এ্যাম্বুলেন্সের আসতে পারে না, বাড়তি সময় গুনতে হয়, ব্রীজের অনেক অংশ ভেঙ্গে গেছে, সেখানে কাট বাঁশ দিয়ে সাঁকোর মতো করে চলাচল করছি সেই একবছর থেশ; তারপরও কোনো ব্যবস্থা হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha