আজকের তারিখ : ডিসেম্বর ২২, ২০২৪, ৯:০০ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৭, ২০২৩, ৮:৫৬ পি.এম
নড়াইলে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ১লক্ষ টাকা জরিমানা
নড়াইলে চাঞ্চল্যকর ফরিদ শেখ হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও ১লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের দায়রা জজ আলমাচ হোসেন মৃধা এ আদেশ দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সালাম শেখ কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামের হাসেম শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ।
মামলার বিবরণে জানা গেছে, কালিয়ার সীতারামপুর গ্রামের ফরিদ শেখের স্ত্রীকে একই এলাকার সালাম শেখ মাঝে মধ্যে কুপ্রস্তাব দিত। এ নিয়ে দু’পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জেরে ২০১৬ সালের ২৪জুন ফরিদ শেখকে কালিয়া পৌরসভার পুরানো ভবনের সামনে থেকে সালাম শেখ প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের পিতা আনছার শেখ বাদী হয়ে সালাম শেখসহ ৫জনকে আসামী করে কালিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সালাম শেখের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১৬জন সাক্ষীর সাক্ষ্য শেষে সালাম শেখের বিরুদ্ধে আনীত হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত সালাম শেখকে মৃত্যুদন্ড ও ১লক্ষ টাকা জরিমানার আদেশ দেন। তবে রায় ঘোষণার সময় সালাম শেখ পলাতক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha