কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পরে ফরিদপুর ভাঙ্গা থেকে আটক করেছে।
সে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আমিনুদ্দিন এর ছেলে আব্দুল মান্নান (৫৫)।
থানা সূত্রে জানা গেছে, কুষ্টিয়া পুলিশ সুপার আবদুর রকিব এর নির্দেশে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম এর নেতৃত্বে এসআই বিশ্বজিৎ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ৬সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ফরিদপুর ভাঙায় বিশেষ অভিযান চালিয়ে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আমিনুদ্দিন এর ছেলে আব্দুল মান্নান (৫৫) কে গ্রেফতার করে। সে সাজাপ্রাপ্ত যাবজ্জীবন মামলার আসামি। ২৯ বছর পর গ্রেফতার করা হয়।
উল্লেখ্য ১৯৯৪ সালে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি আব্দুল মান্নান এর আপন ২ভাই ঝগড়া বিবাদ ঠেকাতে গিয়ে ভাগ্নে ওসমান খামরু মামা আব্দুর মান্নানকে চড় মারলে মামা ক্ষিপ্ত হয়ে ভাগ্নে ওসমান খামারু কে ধারা অস্ত্র দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটা হত্যা মামলা হয়। মামলা নং ২ তারিখ ৭/৬/১৯৯৪ এর পর থেকে আব্দুল মান্নান পলাতক ছিল। পলাতক থাকা অবস্থায় বিজ্ঞ আদালত মামলা চলার পরে তার যাবজ্জীবন সাজা রায় দেয়।
গ্রেফতারকৃত আসামিকে আজ সকালে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করেছে। ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ জহুরুল ইসলাম বলেন আমাদের এই অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha