আজকের তারিখ : মার্চ ১৫, ২০২৫, ৭:০৬ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৫, ২০২৩, ৮:৪১ পি.এম
ফরিদপুরে ইজিবাইক শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে পরিচয় পত্র বিতরণ

ফরিদপুরের অম্বিকাপুর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৩ ২০২৫ উপলক্ষে শ্রমিকদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠান আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের আলিপুরের হাসিবুল হাসান লাভলু সড়কে নবনির্মিত আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমান আলী মোল্লার সভাপতিত্বে এবং ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু, বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, শ্রমিক নেতা হারুন অর রশিদ আশিকুল শেখ আজিম শেখ মামুন উদ্দিন ফকির।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। একই সাথে মানুষের জীবন ধারা পরিবর্তিত হচ্ছে। দেশে উন্নয়ন হচ্ছে। আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ফরিদপুরের এ আসন থেকে যাকে মনোনয়ন দেন না কেন সবাইকে তার জন্য কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।
আর তাই মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয় যুক্ত করানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
উল্লেখ করা যেতে পারে এ মাসের ৮ তারিখে অম্বিকাপুর অটো বাইক শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৩- ২০২৫ অনুষ্ঠিত হবে। এতে মোট ১৭ টা পদে নির্বাচন অনুষ্ঠিত হবে । উক্ত নির্বাচনে মোট ১৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন জাতীয় শ্রমিক লীগ কোতোয়ালি থানার সদস্য সচিব মিঠু মিয়া।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha