আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ৬:১০ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৫, ২০২৩, ৫:৩৯ পি.এম
হাতিয়ায় প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ চায়না জাল জব্দ

নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে হাতিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। মঙ্গলবার (৫ সেপটেম্বর ) সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়ন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না জাল জব্দ করা হয়।
হাতিয়ায় টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে বর্ষার পানি ঢুকে পড়েছে। এতে নতুন পানিতে দেশীয় মাছের প্রজনন মৌসুম চলছে।নতুন পানি থেকে অতি সহজেই সব ধরনের মাছ ধরতে পেশাদার জেলে থেকে মৌসুমী মৎস্য শিকারীরা নিষিদ্ধ কারেন্ট জালের পাশাপাশি চায়না জাল ব্যবহার করছে।
ফলে মাছের ডিম থেকে শুরু করে সব ধরনের মাছ সহজেই চায়না জালে ধরা পড়ছে। আর এতে করে হুমকির মুখে পড়েছে দেশীয় সব ধরনের মাছ। নিষিদ্ধ এ সকল চায়না জালের যত্রতত্র ব্যবহার রুখতে মাঠে নেমেছে হাতিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় উপজেলা মৎস অফিস মেরিন ফিশারিজ অফিসার আশারুল ইসলাম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না জাল জব্দ করে। পরে জব্দকৃত জালগুলো উপজেলা মৎস অফিস সংলগ্নে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। হাতিয়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha