ফরিদপুরের আলফাডাঙ্গায় নিষিদ্ধ বেড় জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া এলাকায় মধুমতি নদী থেকে ১৫০০ মিটার নিষিদ্ধ বেড় জাল জব্দ করা হয়। তবে এসময় সেখানে কোনো মৎস্য শিকারীকে পাওয়া যাইনি। জব্দ করা জাল উপজেলার কাতলাসুর এলাকায় এনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫০০ মিটার বেড় জাল পুড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিকড়পাড়া এলাকায় মধুমতি নদীর পাড়ে অভিযান চালিয়ে ১৫০০ মিটার বেড় জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। যাহার বাজার মূল্যে ছয় লাখ টাকা।
অভিযান অব্যহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫