কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের নন্দনালপুর বাজার এলাকায়। রান্নাবান্না শেষ। বধূ সাজে বরের জন্য অপেক্ষা করছে এক কিশোরী (১৪)। সাজানো প্যান্ডেলে বর যাত্রীদের অপেক্ষার প্রহর গুনছেন কনেবাড়ির লোকজনও। এমন সময় হাজির হন ম্যাজিস্ট্রেট।
কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিয়ের আসর পণ্ড করে দেন ওই ম্যাজিস্ট্রেট। এমন অবৈধ বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না-এ মর্মে নেওয়া হয় মুচলেকা।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের নন্দনালপুর বাজার এলাকায় সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। ওই কিশোরী সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল জাগো নিউজকে বলেন, ১৪ বছর বয়সী এক কিশোরীকে বাল্যবিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে বিয়ের আসর ভেঙে দেওয়া হয়েছে। অবৈধভাবে এ বিয়ের আয়োজন করায় কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মুচলেকাও নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫