আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১২:১৬ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৩, ২০২৩, ৭:১৩ পি.এম
মুকসুদপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন

বাংলাদেশ ছাত্রলীগ মুকসুদপুর উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের পৃথক তিনটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
৩ সেপ্টম্বর রবিবার দুপুরে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা ও সাধারণ সম্পাদক আমির হামজা স্বাক্ষরিত পৃথক তিন’টি পত্রে আগামী এক বছরের জন্য মুকসুদপুর উপজেলা, পৌর শাখা ও কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি সম্পাদকদের নাম ঘোষনা করা হয়েছে।
মুকসুদপুর উপজেলা শাখায় সভাপতি নিভেল ও সাধারণ সম্পাদক জব্বারুল আলম মাহফুজ। পৌর শাখায় মোঃ হামিদ শেখ সভাপতি ও মোঃ তরিকুল ইসলাম সম্পাদক। সরকারি মুকসুদপুর কলেজ শাখায় রিয়াজ আহম্মদ রাজ সভাপতি ও মেহরাব হোসেন চয়নকে সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। সেই সাথে স্বাক্ষরিত অনুমোদন পত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দিতে নির্দশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha