মাগুরার মহম্মদপুরে শুক্রবার বিকেলে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত মিছিল থেকে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের উপর হামলা, সংঘর্ষ, দোকান-পাট ভাংচুর ও পুলিশের ব্যবহৃত একটি পিকআপভ্যান এবং তিনটি মটরসাইকেল ভাংচুর এবং সংঘর্ষ চলাকালিন সময়ে বিএনপি নেতা-কর্মীদের হাতে থানার ওসি তদন্তসহ ৫ পুলিশ অফিসার ও একজন কনেষ্টবেল আহত হওয়ার ঘটনা এবং এ বিষয়ে প্রথম আলো প্রত্রিকায় প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান শনিবার সন্ধায় শহরের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছেন।
এ সময় আব্দুল মান্নান বলেন, শুক্রবার বিকেলে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে নেতা-কর্মীরা পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর এবং শহরের ব্যবসা প্রতিষ্ঠানে বর্বোরোচিত হামলা করে যে, ধৃষ্ঠতা দেখিয়েছেন তাতে প্রমানিত হয় বিএনপি সংগঠন সন্ত্রাসী রাজনীতি প্রতিক এবং চরমপন্থী একটি রাজনৈতিক দল। তিনি আরো বলেন, ঘটনার দিন আইনশৃঙ্খলা বাহিনী জনগনের জান মালের নিরাপত্তা দিতে শহরে ডিউটি করছিলেন। এ সময় বিএনপি নেতা-কর্মীরা উদ্দেশ্যপ্রাণোদিত হয়ে পুলিশের উপর হামলা চালায় এবং শহরের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর তান্ডব চালায়। তাদের এই সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগ শীঘ্রই কর্মসূচী হাতে নেবে। এ সময় তিনি জড়িতদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করেন। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ঘটনাকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো প্রত্রিকায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করায় তিনি উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, প্রথম আলোর সাংবাদিক লিখেছেন আওয়ামীলীগের নেতা-কর্মীরা গাড়ি ভাংচুর করেন। তিনি আরো বলেন, যখন বিএনপি’র নেতা-কর্মীরা পুলিশের গাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করেন তখন আওয়ামীলীগের কর্মীরা কেউ শহরে ছিলেন না। ঘটনার খবর পেয়ে আমরা শহরে এসে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করি। প্রথম আলো প্রত্রিকায় মিথ্যা ভীত্তিহীন এই সংবাদের প্রতিবাদ প্রকাশ না করলে আমরা খবরের প্রতিনিধি এবং সম্পাদকের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।
শহরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহম্মদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিতি উপজেলা ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha