আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ১:০৪ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২, ২০২৩, ৮:২১ এ.এম
আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত দিল শ্রীলঙ্কা

বাংলাদেশ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ঋণের মধ্যে দ্বিতীয় কিস্তিতে আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে শ্রীলঙ্কা। এতে ঋণের ৭৫ শতাংশ ফেরত দিল শ্রীলঙ্কা। গতকাল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন। এর আগে ১১ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছিল শ্রীলঙ্কা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ৩১ আগস্ট রাতে আমাদের কাছে ১০০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে। বাকি ৫০ মিলিয়ন ডলার সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করবে বলে আমরা আশাবাদী। শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে ২০২১ সালের আগস্টে দেশের রিজার্ভ থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেয় বাংলাদেশ।
কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় এই ঋণ দেওয়া হয়। তিন কিস্তিতে ৯ মাসের মধ্যে এই ঋণ পরিশোধের কথা থাকলেও আর্থিক সংকটে পড়া শ্রীলঙ্কার সুবিধার্থে পরিশোধের সময় তাদের আবেদনের পরিপ্রেক্ষিত কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে দেড় শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশের। তবে সেই সুদ নিয়মিত পরিশোধ করছে শ্রীলঙ্কা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha