আজকের তারিখ : ডিসেম্বর ৫, ২০২৪, ৮:৪১ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ১০, ২০২১, ৭:৩৫ পি.এম
ভেড়ামারায় চিরকুট লিখে ব্রাক কর্মীর আত্নহত্যা
কুষ্টিয়ার ভেড়ামারায় চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে হৈমন্তি পাল হ্যাপী(৩১) নামে এক ব্রাক কর্মী আত্মহত্যা হত্যা করেছেন। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পৌরসভার খন্দকবাড়ীয়া এলাকার বিকাশ কুমার পালের মেয়ে।
ভেড়ামারা পৌরশহরের কাঠের পুল এলাকায় এক বাড়িতে একা ভাড়া থাকতেন এবং তাঁর স্বামী কুষ্টিয়া শহরে থাকতেন বলে জানা যায়। বেসরকারি সংস্থা ব্রাকের ভেড়ামারা অফিসের আরবান শাখার একজন মাঠকর্মী ছিলেন হৈমন্তি পাল।
শনিবার সকালে সংবাদ পেয়ে ভেড়ামারা থানার এস আই মনির গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জালাল বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে।
লাশের পাশে আত্নহত্যার প্ররোচনার অভিযোগে একজনকে দায়ি করে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। ঘটনায় ভেড়ামারা থানায় মামলা দায়ের প্রস্ততি চলছে। হৈমন্তির মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের চাপা কান্নায় ভেড়ামারা থানা চত্বরে বাতাস ভারী হয়ে উঠে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha