আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৬:৩৫ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১, ২০২৩, ১২:৫১ পি.এম
আলফাডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল কিশোরের

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাপের কামড়ে অমরজিৎ মণ্ডল (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বানা ইউনিয়নের হেলেঞ্চা কঠুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।
অমরজিৎ মণ্ডল সাতক্ষীরার আশাশুনি উপজেলার মুরারিকাঠি গ্রামের শম্ভু মণ্ডলের ছেলে। তার বাবা-মা স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন।
অমরজিতের মা অপরাজিতা মণ্ডল বলেন, রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় তার ছেলেকে সাপে কামড় দেয়। টের পেয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেই। কিন্তু ছেলের স্বাস্থ্যের অবনতি ঘটলে রাত ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ভোরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফারিহা মাসফিকা মালেক বলেন, বিষধর সাপের কামড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha