ফরিদপুরের মধুখালী উপজেলার দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিঃ এ সংবাদ সংগ্রহ কালে সংবাদিকদের ওপর সন্ত্রাসীদের হামলা চালিয়ে ক্যামেরা ভাংচুর এবং শারীরিকভাবে লাঞ্চিত ও আহত করেছে।
উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামে অবস্থিত দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিঃ মালিক কর্তৃপক্ষ বিনা নোটিশে মিলটি বন্ধ ঘোষনা করে। এতে পাঠ ব্যবসায়ীরা তাদের পাওনা টাকার দাবীতে জুট মিল এলাকায় জড় হয়েছে ; এমন খবর শুনে সংবাদ সংগ্রহে চ্যানেল এস টেলিশিভনের মোঃ মফিজুর রহমান মুবিন, জয়যাত্রা টেলিশিভনের মেহেদী হাসান পলাশ ও দৈনিক ঢাকা প্রতিদিনের সালেহীন সোয়াদ সাম্মী মধুখালী প্রতিনিধিগণ শুক্রবার বিকেলে সংবাদ সংগ্রহে গেলে জুটমিলের প্রধান ফটোকে কর্তব্যরত পাহারাদার অসৌজন্যমূল আচরন করেন।
মিল কর্তৃপক্ষের লালিত সন্ত্রাসী বাহিনী সংবাদিকদের মিল অভ্যান্তরিন একটি কক্ষে আবদ্ধ করে শারীরিকভাবে লাঞ্চিত ও আহত করে এবং ক্যামেরা ভাংচুর করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
সন্ত্রসীরাগণ ছবদাল কবির (৩২),শামীম আহমেদ(৩০), রফিকুল ইসলাম (৪৫), সুজাউল আলম (৩৫), মোঃ কামাল (৩০), নিয়াজউদ্দিন (৫৫), আব্দুর রহমান রবিউল (৩২) সহ আরো ১০/১২ জন সন্ত্রসী কর্মকান্ডে অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার ও ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে সংবাদিকদের উদ্ধার করে।
এ বিষয়ে মধুখালী থানায় শুক্রবার রাতেই সাংবাদিক মেহেদী হাসন পলাশ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha