আজকের তারিখ : মার্চ ১৬, ২০২৫, ১১:৩৫ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ৩১, ২০২৩, ১২:১৩ পি.এম
ফরিদপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী শ্রীশ্রী রামধনী মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান

ফরিদপুরে শুরু হয়েছে শ্রীশ্রী রামধনী মন্দিরের দুই দিনব্যাপী বাৎসরিক অনুষ্ঠান। এ উপলক্ষে অনুষ্ঠানের প্রথম দিন আজ বুধবার শহরের চকবাজারর আগরওয়ালা সড়কে উক্ত মন্দিরে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শ্রীমৎ ভগবতগীতা পাঠ অনুষ্ঠিত হয়। এতে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন গোবিন্দচন্দ্র পাল।
আগামীকাল দ্বিতীয় দিন পদাবলী কীর্তন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন রামধনী মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন দাস সাধারণ সম্পাদক কৌশিক সাহা ফরিদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, ফরিদপুর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি লাবু খান, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান।
উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এ মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha