নওগাঁর আত্রাইয়ে চারিদিকে সবুজের সমারোহ হয়ে উঠেছে রোপা আমনের ধান ক্ষেত। সবুজ পাতায় বাতাসে দুল খাচ্ছে কৃষকের সপ্ন। আমন ধানের পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছেন আত্রাই এর কৃষক। কেউ আগাছা পরিস্কার করছেন। আবার কেউ প্রয়োগ করছেন সার ও কীটনাশক। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ মাত্রা ছারিয়ে যাবে বলে আশাবাদী কৃষি বিভাগ।
আত্রাই উপজেলার ৮ টি ইউনিয়নের বিভিন্ন এলাকার মাঠ ঘুরে কৃষকের সাথে কথা বলে যানা যায়,শ্রাবণের শেষ সময়ের বৃষ্টি কৃষকদের জন্য আর্শীবাদ হয়ে আাসে। পানি পেয়ে জমি তৈরি বীজতলা থেকে চারা সংগ্রহ ও রোপনে ব্যাস্ত ছিলেন কৃষক। বর্তমানে লাগানো চারা বেড়ে উঠেছে। মাঠ জুরে চলছে আমন ক্ষেত পরিচর্যার প্রতিযোগিতা।
কাঙ্কিত বৃষ্টিপাত হওয়ায় কৃষক ভালো ফলনে আশাবাদী।
কৃষক বলছেন বিগত বছরগুলোতে প্রচন্ড বৃষ্টি আর বন্যার সাথে লড়াই করে আমনের চারা রোপন করতে হতো। এবার সে সমস্যা ছিল না খরা চলে দীর্ঘদিন। থেমে থেমে বৃষ্টি হয়েছে এখন ক্ষেত সবুজে ছেয়ে গেছে। আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ তাপস কুমার বলেন চলতি মৌসুমে উপজেলায় ৯৬০০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ মাত্র নির্ধারণ করা হয়েছে।
কৃষি কর্মকর্তা বলেন মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সর্বক্ষণ কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন। এ মৌসুমে আবহাওয়া ভালো থাকলে রোপা আমন ধানের ফলন ভালো হবে বলে তিনি আশা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।