চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় উপজেলার আলিনগর স্কুল ও কলেজ মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আমিরুল ইসলাম, অধ্যক্ষ রবিউল আওয়াল টুনু, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জিন্নাউল আওয়াল জিন্নাহ, সহকারী জেলা তথ্য অফিসার আ: আহাদ ও যুবলীগ নেতা মশিউর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।