বাঘায় ৪৫০ গ্রাম গাঁজাসহ রিপন আলী (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত রিপন আলী উপজেলার আলাইপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। রোববার(২৭ আগষ্ট) আলাইপুর এলাকার একটি পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জানায়, উদ্ধার করা গাঁজা তার জামার পকেটে পাওয়া গেছে। বিক্রির উদ্দেশ্যে জামার পকেটে গাঁজা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। গোপন সংবাদ সুত্রে এমন তথ্যর ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর শরীর তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। সে একজন মাদক ব্যবসায়ী বলে পুলিশের দাবি।
অফিসার ইনচার্জ(ওসি)খাইরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।