আজকের তারিখ : এপ্রিল ৭, ২০২৫, ২:৩৬ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২৬, ২০২৩, ৭:১৬ পি.এম
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড.আলমগীর, সম্পাদক নজরুল

নড়াইল প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২৩-২০২৫) নির্বাচনে সভাপতি পদে এ্যাড.মো:আলমগীর সিদ্দিকী ( সম্পাদক দৈনিক ওশান, জেলা প্রতিনিধি ইউএনবি ) এবং সাধারণ সম্পাদক পদে মির্জা নজরুল ইসলাম (মাছরাঙ্গা টেলিভিশন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নড়াইল প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি ২০২৩ এর চেয়ারম্যান এ্যাড.ইশতিয়াক হোসেন মঞ্জু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সম্পাদকসহ কার্যকরী পরিষদ (২০২৩-২০২৫)এর এ কমিটি ঘোষণা করেন।
কার্যকরী পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মলয় কান্তি নন্দী ও মো.হাফিজুর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক আ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু (দৈনিক ইত্তেফাক ও বাংলাভিশন) ও এম এম মাহবুবুর রশিদ লাবলু (বাংলা টিভি), কোষাধ্যক্ষ সুজয় কুমার বকসী, আরটিভ, বাংলাদেশ বেতার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুন্সি আছাদুর রহমান (ইনডিপেন্ডেন্ট টিভি), দফতর সম্পাদকক লুৎফুল আলম সজল (দৈনিক প্রতিদিনের সংবাদ), নির্বাহী সদস্য এনামুল কবীর টুকু, বিটিভি ,শামীমুল ইসলাম টুলু, দৈনিক সমকাল, এম মনির চৌধুরী, এন টিভি, কার্তিক দাস, দৈনিক বংলা, সুলতান মাহমুদ, দৈনিক অবজারভার, মিরাজ খান, বৈশাখী টেলিভিশন।
৩০ আগষ্ট” ২৩ নির্বাচনের তারিখ নির্ধরিত ছিল ।
উল্লেখ্য, (নড়াইল প্রেসক্লাব ২০২৩-২০২৫ কার্যকরী পরিষদ) ৩১ আগস্ট বৃহস্পতিবারে সভাপতি সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বর্তমান সভাপতি এনামুল কবীর টুকু ও সম্পাদক শামীমুল ইসলাম টুলু।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha