ডিআইজি খুলনা রেঞ্জ এর মাগুরা জেলায় আগমন, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটসহ শালিখা থানা পরিদর্শন ও জেলার বিভিন্ন স্তরের মানুষের সাথে পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ অনুষ্ঠিত হয়।
বুধবার ২৩ আগস্ট তারিখে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম(বার), পিপিএম মাগুরা জেলায় পরিদর্শনে আগমন করেন। এ সময় তিনি মাগুরা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সালামি গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। পরবর্তিতে মাগুরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম(বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম(বার), পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মঈনুল হক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, যাদের অবদানে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের প্রতি সকলের কৃতজ্ঞ থাকা উচিত। জেলায় কোন রকম অরাজকতা যাতে সৃষ্টি না হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সমৃদ্ধ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন অবনতি না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সকলকে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে সরকারের অন্যান্য ডিপার্টমেন্টের সাথে বাংলাদেশ পুলিশও ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মাদকসহ অপরাধ নিবারণে তিনি সকল ইউনিয়ন পরিষদ সদস্য,জনপ্রতিনিধি ও অভিভাবকদেরকে পুলিশকে সহায়তা করার জন্য বলেন। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিং, মিডিয়া প্রোপাগান্ডাসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকসহ সকলকে একসাথে কাজ করার আহবান করেন।
উক্ত অনুষ্ঠানে ডিআইজি মঈনুল হক কে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি মাগুরা পুলিশ লাইন্সে একটি বৃক্ষ রোপণ করেন এবং মাগুরা জেলার সকল ইউনিট প্রধানগণ ও সুধীজনদের নিয়ে প্রীতি ভোজে অংশগ্রহন করেন। পরবর্তিতে তিনি মাগুরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইন্সপেকশন করেন ।