কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর তীরে প্রায় তিন একর জায়গায় অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের ইকোপার্ক এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।
আদালত সূত্র জানায়, তিন মাস ধরে স্থানীয় রাজা নামের একজন ১০-১৫ হাজার টাকার বিনিময়ে ইকোপার্ক সংলগ্ন গড়াই নদীপাড়ের ১০-১২ জনকে বসতঘর ও ৮-১০ জনকে দোকান করার জন্য জমি বরাদ্দ দেন। এছাড়াও কয়েকজন সেখানে গবাদিপশুর জন্য ঘাসচাষ করছেন রাজার কাছ থেকে জমি বরাদ্দ নিয়ে। খবর পেয়ে দুপুর একটার দিকে উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এ বিষয়ে ভুক্তভোগী রাজিদা খাতুন বলেন, বাড়িতে গরুর খামার রয়েছে। রাজার কাছ থেকে ১৫ হাজার টাকা দিয়ে একখণ্ড জমি বরাদ্দ নিয়েছি। সেখানে ঘাস চাষ করেছি।
কয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলী হোসেন বলেন, নদীর জমি দখল করে ঘরবাড়ি, দোকানপাট তৈরির বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, গড়াই নদীর তীরে অভিযান চালিয়ে ১০-১২টি বসতঘর ও ৮-১০টি দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। পরবর্তীতে আর কেউ যেন কোনো স্থাপনা তৈরি না করতে পারে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।