ফরিদপুরের সালথায় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খাঁন রাজ এর উপর হামলার ঘটনায়, ওই কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল জবিউল্লাহ্ কে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার ২৩ আগস্ট ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী ( রিয়ান) ও সাধারণ সম্পাদক মোঃ ফাহিম আহমেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের সুপারিশ করা হয়।
জানা যায়, গত ১১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় সালথা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খাঁন রাজ এর উপর পূর্বশত্রুতার জের ধরে বহিস্কৃত যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল জবিউল্লাহ তার লোকজন নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এতে আহত হয় ফিরোজ খাঁন রাজ। পরের দিন ছাত্রলীগের জেলা কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারন দর্শনোর নোটিশ দেয়।
নোটিশের জবাব দেন ইসমাইল জবিউল্লাহ, তার জবাবে সন্তষ্ট না হয়ে তাকে আজ বহিষ্কার করে জেলা ছাত্রলীগ, এবং কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হয় ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111