আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৮:৫১ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২৩, ২০২৩, ২:৫৯ পি.এম
আমতলীতে পৈত্রিক সম্পত্তি, ভূমি দসুদের কবল থেকে উদ্ধার ও হত্যার হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন
বরগুনার আমতলীতে পৈত্রিক সম্পত্তি দখলদারদের কবল থেকে উদ্ধার ও হত্যার হুমকির বিচার চেয়ে বুধবার বেলা ১১ টায় আমতলী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কেওয়াবুনিয়া গ্রামের সুশীল কুমার ।
সংবাদ সম্মেলনে সুশীল কুমার শীল বলেন, উপজেলার পশ্চিম চুনাখালীর ১১ নং মৌজায় তাদের বাড়ীঘর রয়েছে। বর্তমানে সুশীল কুমার পরিবারের সদস্যদের নিয়ে পূর্ব কেওয়াবুনিয়া গ্রামে বসবাস করছেন।কিন্তু পশ্চিম-চুনাখালী মৌজায় খতিয়ান নং ১৫৯, দাগ নং- ৩৭৫, ৪৩১, ৪৩২, ৪৫৭, ৫১২, ৪৪৫, ১০৬২, ১০৮০, ১১১২, ১২০৯, ১২৭৬, ১০৮০/১৪১৯, ১২৬২/১ ৪২৭ দাগে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৯০.০০ একর জমি রয়েছে । উক্তজমি ভোগদখল করতে দিচ্ছেনা পুর্বচুনাখালী গ্রামের, প্রভাবশালী ভুমি দস্যু গৌরঙ্গ চন্দ্র শীল, আনন্দ চন্দ্র শীল, মিলন চন্দ্র শীল, লিটন চন্দ্র শীল, খোকন চন্দ্র শীল, মলিন চন্দ্র শীলে। তারা সুশীল কুমারের রেকর্ডীয় সম্পত্তি ভোগ দখল করতে গেলে মারধর সহ হত্যার হুমকি দেয় ।
সুশীল কুমারের ওয়ারিশরা প্রভাবশালী ভুমিদস্যুদের ভয়ে তাদের রেকর্ডিও জমি ভোদখল করতে পারছে না । তারা অত্যান্ত প্রভাবশালী কোন শালিস ব্যবস্থা মানে না। গায়ের জোরে তাদের ওয়ারিশি সম্পত্তি ভোগ দখল করছেন লিখিত সংবাদ সম্মেলনে সুশীল কুমার শীল এ দাবী করেন।
সুশীল কুমার তাদের ওয়ারিশি সম্পত্তি ভুমি দস্যুদের কবল থেকে উদ্ধার মারধোর ও হত্যার হুমকির বিচার চেয়ে প্রশাসনের উচ্ছ মহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে জানার জন্য অভিযুক্ত গৌরঙ্গ চন্দ্র শীল, আনন্দ চন্দ্র শীল, মিলন চন্দ্র শীলের সাথে যোগাযোগ করলে তারা এ অভিযোগ অস্বিকার করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখোয়াত হোসেন তপু বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha