দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দাঁড়েরপাড়া এলাকা থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার দাড়েরপাড়া এলাকার ইকরা একাডেমী এন্ড নুরানী মাদ্রাসার নির্মাণাধীন ভবনের পাশে থেকে ২১আগষ্ট সোমবার সন্ধ্যায় পরিত্যক্ত অবস্থায় অ-বিস্ফোরিত গ্রেনেডটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সেখানে বাচ্চারা খেলা করার সময় গ্রেনেডটি দেখতে পায়। পরে এলাকার লোকজন থানায় খবর দিলে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা-দৌলতপুর) মহসীন আল মুরাদ ও দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থলে যান।
অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা-দৌলতপুর) মহসীন আল মুরাদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে গ্রেনেডটি উদ্ধার করে বালির বস্তা দিয়ে কর্ডন করে রেখেছি। পরবর্তী পদক্ষেপের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫