বাংলাদেশের নবরুপায়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে, ২০০৪ সালে ২১শে আগস্ট বর্বরোচিত হামলার মাস্টার মাইন্ড খুনি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের রায় কার্যকর করার দাবিতে ছাত্র সমাবেশ করেন, নরসিংদী জেলা ছাত্রলীগ। সোমবার (২১ আগস্ট) নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে, জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, শাহজালাল আহমেদ শাওনের সঞ্চালনায়, জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনের সভাপতিত্বে, উক্ত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, মোঃ নজরুল ইসলাম হিরো বীর প্রতীক এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জি.এম.তালেব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান, আফতাব উদ্দিন ভূঁইয়া,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়ালিউর রহমান আজিম, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক,এস.এম. কাইয়ুম, নরসিংদী জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক, মোঃ রিপন সরকার, নরসিংদীর জেলা তাঁতীলীগের আহ্বায়ক কায়কোবাদ হোসেন কানুসহ, নরসিংদী জেলা উপজেলা পৌরসভা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম হিরো এমপি, বলেন বাংলাদেশের মানুষ বিএনপির ইতিহাস ও জানে আওয়ামী লীগের ইতিহাস ও জানে। বিএনপি এমন একটি দল যারা মানবতার শত্রু জাতির শত্রু তাদেরকে সঙ্গে নিয়ে, রাতের অন্ধকারে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এমনই একজন সেক্টর কমান্ডার ছিলেন, যিনি শত্রু বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেননি, তবুও তিনি মুক্তিযোদ্ধা, দেশের মানুষ এটাও জানে আওয়ামীলীগ সরকার গঠন করার পর, দেশ উন্নয়নে আজকে কোথায় এসেছে বাংলাদেশের মানুষ জানে।বাংলাদেশের মানুষ ভুল করে না তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাতের আঁধারে নয়। জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে। জি.এম তালেব হোসেন বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ, ছাত্রলীগ একি সূত্রে গাথা।
বাংলাদেশকে আরোও উন্নয়নশীল রাষ্ট্র গঠনের জন্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগকে সাথে নিয়ে।নরসিংদী জেলার পাঁচটি আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব, এটাই আমি বিশ্বাস করি । জেলা ছাত্রলীগ সর্বদাই সামনে থেকে অগ্রগামী ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যদিয়ে ১৫ আগস্ট ও ২১আগস্ট হামলায় নিহতদের আত্মার মাগফেরাতে ১মিনিট নীরবতা পালন করার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন।