যথাযোগ্য মর্যাদায় ইতালিতে গরিঝিয়া মনফালকোনে আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইতালি আওয়ামী লীগের সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোবারক হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনু দেওয়ান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সারোয়ার কাউসার সবুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, হোসাইন আরিফ, গোলাম আযম বাবুল মিয়া সালাম মিয়া,বাচ্চু মিয়া, বিল্লাল মিয়া, জনি মিয়া, মোজাম্মেল আলম দীপু, নুরু মিয়া, রাহাত খান, শহিদুল হোসাইন, মোঃ সাইদুল, জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।
এছাড়াও আওয়ামী লীগ,যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মামুন আল রশিদ ও সোহাগ মুন্সী এবং ওমর খৈয়াম পাঠান।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান সহ শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।পরে রাতের ভোজনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘটে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।