আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৯:৪৫ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২১, ২০২৩, ৭:৫৯ এ.এম
নড়াইলে পাট কাটা নিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাধা বল্লব বিশ্বাস(৭০) নামের এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সে নড়াইল সদর থানার দেবভোগ গ্রামের রাম মোহন বিশ্বাসের ছেলে।
গত ১৬আগস্ট রাধা বল্লব নামের ঐ ব্যক্তি তার দখলীয় জমিতে পাট কাটতে যায়। তাকে পূর্বশত্রুতার জেরে কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এতে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন রাধা বল্লবকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসারত অবস্থায় ঐ দিন সে হাসপাতালে মারা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় রাধা বল্লবের ভাইপো বাদী হয়ে ১৮ আগস্ট নড়াইল সদর থানায় এজাহার দায়ের করলে হত্যা মামলা রুজু হয়। ঘটনার সাথে সাথে নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশনায় ঐ এলাকায় পুলিশি টহল জোরদার করা হয় এবং আসামি গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) দোলন মিয়া এর নেতৃত্বে ২০ আগস্ট এজাহারনামীয় ১ নং আসামি আলম শেখ(২৭), পিতা-সালাম শেখ, ২ নং আসামি সালাম শেখ(৫০), পিতা- মৃত লাল মিয়া শেখ, ৫ নং আসামি ইমরান শেখ(৩৫) ও ৬ নং আসামি ইমন শেখ(২২), উভয় পিতা- সালাম শেখ, সর্ব সাং- বাহিরগ্রাম, থানা ও জেলা- নড়াইলগণকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর থানা পুলিশ।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ বলেন, নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন সময়োপযোগী ও সাহসী পদক্ষেপে ঐ এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha