আজকের তারিখ : মার্চ ১৬, ২০২৫, ৭:৩১ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৯, ২০২৩, ৫:০৯ পি.এম
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর সদর থানা শাখার তৃনমুল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর সদর থানা শাখার উদ্যোগে আজ শনিবার বেলা ১১ টায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা মিজানুর রহমান আরেফীর সভাপতিত্বে শহরের কাঠপট্টির দলীয় কার্যালয়ে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবিএম জাকারিয়া, ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদুল ইসলাম, ইসলামি শ্রমিক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি খন্দকার ওহিদুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবদুল জামি আজম, যুব আন্দোলন ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি মাওলানা মোফাজ্জেল হোসেন ।
এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha