কুষ্টিয়ায় রেল লাইনে হাটতে হাটতে মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে আব্দুর রশীদ (৩৭) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশীদ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামের মৃত তক্কেল মণ্ডলের ছেলে। সে সদর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পেশায় একজন ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ফয়সাল নামের এক ফল ব্যবসায়ী জানান, ‘সন্ধ্যায় রেললাইনের মাঝখান দিয়ে হেঁটে মজমপুর গেট থেকে কুষ্টিয়া কোর্ট স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় পিছন দিক থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন এসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বে-খেয়ালি হয়ে মোবাইলে কথা বলার কারণেই দেখতে দেখতে আমাদের চোখের সামনে দুর্ঘটনা ঘটে গেল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক জাকারিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে রেল পুলিশ। প্রথমে নিহতের পরিচয় পাওয়া না গেলেও পরে নিহতের স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫