আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৪:৩৪ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১৭, ২০২৩, ৩:১০ পি.এম
চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ২২ হাজার টাকা জরিমানা

পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালত ৩ জ্বালানি তেল ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন।
বৃহস্পতিবার (১৭) আগস্ট দুপুরে উপজেলা পৌর সদর ও হরিপুর ইউনিয়ন এ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ৩২( ১) ৪৮ ধারা অনুযায়ী পৌর সদরের নতুন বাজারে এলাকার মকবুল মেশিনারিজের মালিক রিপন হোসেনকে ১০ হাজার টাকা, তমা টেডার্সের মালিক জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা ও হরিপুর ইউনিয়ন মা বাবার দোয়া মেশিনারিজ মালিক ইবাদুল ইসলাম কে ২ হাজার টাকা। মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় বি এস টি আই রাজশাহী অঞ্চলের পরিদর্শক উৎপল কুমার সহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা.তানজিনা খাতুন জানান, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha