আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৬:৫৮ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৭, ২০২৩, ২:৫৩ পি.এম
আমতলীতে জমিজমা বিরোধে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত

বরগুনার আমতলীতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে এক ভাঙ্গারী ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। জানাগেছে উপজেলার সেকান্দারখালী গ্রামে আব্দুর রব মিয়ার সাথে একই গ্রামের আলতাফ হাওলাদার গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে ।
এ বিরোধকে কেন্দ্র করে বুধবার রাত ৯ টার দিকে বান্দ্রা বাসস্ট্যান্ডে আব্দুর রব হাওলাদারকে একা পেয়ে আলতাফ হাওলাদার, আফজাল হাওলাদার,কালাম হাওলাদারসহ ৩/৪জন দেশিয় অশ্র নিয়ে আব্দুর রব হাওলাদার(৫২)কে কুপিয়ে পিটিয়ে তার সাথে থাকা প্রায় ৩২ হাজার নগদ টাকা নিয়ে চলে যায়।
আব্দুর রব হাওলাদারের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আলতাফ হাওলাদার গংরা পালিয়ে যায়। স্থানীয়রা আব্দুর রব হাওলাদারকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।
এ ঘটনায় বিচার চেয়ে বুধবার রাতেই আব্দুর রব হাওলাদারের ছোট ভাই মালেক হাওলাদার আমতলী থানায় এজাহার দিয়েছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে,জানা যায় আব্দুর রব হাওলাদারের হাতে পিঠে পায়ে কোপ ও শরীরের বিভিন্ন স্থানে পিঠানোর চিন্থ রয়েছে। তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আমতলী থানার ওসি তদন্ত আমির সেরনিয়াবাত বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে । তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha