আজকের তারিখ : নভেম্বর ২১, ২০২৪, ১০:৩৬ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১৬, ২০২৩, ১১:৫৬ পি.এম
ফরিদপুরে খাদ্যে ভেজালের অভিযোগে দুই হোটেলকে জরিমানা
ফরিদপুরে খাদ্যে ভেজাল দেয়ার অভিযোগে দুটি হোটেল কে জরিমানা করা হয়েছে ।
বুধবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এর নির্দেশনায়, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথের পরামর্শক্রমে এই কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপজন মিত্রের নেতৃত্বে ফরিদপুর শহর এলাকার নিউ ধানসিঁড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং কাবাব এন্ড কারী চাইনিজ রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এই মোবাইল কোর্ট পরিচালনায় বিভিন্ন অনিয়ম ও আইন লঙ্ঘন করার অপরাধে নিউ ধানসিঁড়ি হোটেল কে ৫ হাজার টাকা এবং কাবাব এন্ড কারি চাইনিজ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা রাষ্ট্রের প্রচলিত সংশ্লিষ্ট আইনে তাৎক্ষণিক অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসেবে যথাযথ দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha