আজকের তারিখ : জুলাই ১২, ২০২৫, ১০:৪৩ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১৬, ২০২৩, ১১:৫৯ পি.এম
দুই ডিমের দোকানে ৮ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকারের

ফরিদপুরে জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে এরই অংশ হিসেবে আজ বুধবার
জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ মহোদয়ের যৌথ নেতৃত্বে চকবাজারে ডিমের দোকানগুলিতে মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত কার্যক্রমে ডিম ক্রয়-বিক্রয়ে কারসাজি করায় সংশ্লিষ্ট আইনে বাঁধন স্টোর কে তিন হাজার টাকা জরিমানা এবং মিথুন স্টোর কে পাঁচ হাজার টাকা অর্থাৎ দুটি দোকান থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোহাম্মদ বজলুর রশিদ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha