মহম্মদপুরে স্কুল পড়ুয়া এক কিশোরীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
এ অভিযোগে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত তরুণ হলেন কামাল হোসেন মিলন (২৫)।তিনি মহম্মদপুর উপজেলার মহেষপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।
মহম্মদপুর থানার পুলিশ সূত্র জানায়, কামালের পাশের গ্রামে বাড়ি ওই কিশোরীর। কামাল টাকা না দিলে এডিট করা নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে।
টাকা না পেলে আজই ছবিগুলো ছেড়ে দেওয়া হবে। এমন হুমকি পেয়ে ওই কিশোরী বিষয়টি মাকে জানায়।
এই ঘটনায় থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রদান করা হয় ।পরবর্তীতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই তরুনকে গ্রেপ্তার করা হয়।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারক বিশ্বাস মাগুরা সংবাদকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পরে আমরা ওই কিশোরীকে দিয়ে ফাঁদ পেতে কামালকে আটক করতে সক্ষম হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫