আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৯:৪৮ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৬, ২০২৩, ৩:১৭ পি.এম
নাগেশ্বরীতে জমাজমির বিরোধে বড় ভাইয়ের উপর ছোট ভাইয়ের হামলা, আহত ২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সম্পত্তির বিরোধে ভূমি মালিক বড় ভাইয়ের উপর আপন ছোট ভাই কতৃক সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় বড় ভাই সহ ২ জন গুরুতর আহত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি।
ঘটনার বিষয়ে আহত বড় ভাই আমিনুল ইসলাম বাদি হয়ে ৬জন কে আসামি করে নাগেশ্বরী থানায় একটি অভিযোগ দাখিল করে।
অভিযোগ সুত্রে জানাগেছে, ১১আগস্ট সকালে আমিনুল ইসলাম তার স্ত্রী'র বিক্রি করা জমি বুঝে দিতে গেলে ছোট ভাই মিজানুর রহমান এর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী অতর্কিত ভাবে আমিনুল ও তার ছেলে ফুয়াদ এর উপর হামলা করে। হামলায় আমিনুল সহ ছেলে ফুয়াদ গুরুতর আহত হয়ে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। বর্তমানে আমিনুল ইসলাম কিছুটা সুস্থ হইলেও ফুয়াদ এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
অন্যদিকে আমিনুলের পরিবার মিজানুরের ভাড়াটে সন্ত্রাসী হামলার আশংকায় আতঙ্কে দিন কাটাচ্ছে।
ঘটনার বিষয়ে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান আশিক জানায়, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha