কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, যাত্রীর অপেক্ষায় নিজের আসনে ঘুমিয়ে থাকা চালক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।
মঙ্গলবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ড থেকে সামসুজ্জামান নামে ঐ চালকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি নারায়ণগঞ্জ থানার পঞ্চবটি গ্রামের বাসিন্দা।
খোকসা থানার এসআই বিপুল কুমার ঘোষ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালককে উদ্ধার করেন। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে তার পকেটে পাওয়া কাগজপত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরিবারের লোকেরা এসে মৃতের পরিচয় নিশ্চিত করেন।
তিনি আরো জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।