আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৬:২৪ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১৫, ২০২৩, ১১:০৩ পি.এম
গোপালগঞ্জে সাবেক আ’লীগ নেতার বিশেষ কমসূচি পালিত
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ কমসূচি পালন করেছেন সাবেক আ'লীগ নেতা মোঃ সালাউদ্দিন খাঁন।
আজ মঙ্গলবার ১৫ আগষ্ট সন্ধায় সাবেক আ'লীগ নেতার নিজ বাসভবন গোপালগঞ্জ পৌরসভার গাবতলা এলাকায় শাহনেওয়াজ খাঁন ও রাজু খাঁনের সঞ্চলনায় এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় এ শোকের দিনে বিশেষ কমসূচির মধ্যে ছিল ১শ কোরআন খতম, এতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা দোয়া, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও গোপালগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ রকিব হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ লুৎফর রহমান (বাচ্চু)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ সাহেব প্রমূখ।
জাতীয় শোক দিবসের ব্যাতিক্রম এই আয়োজনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবক মোঃ সালাউদ্দিন খাঁন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha