আজকের তারিখ : মার্চ ১৫, ২০২৫, ৯:২২ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৫, ২০২৩, ৪:১৭ পি.এম
বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মিতু মৃধা (৩২)।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে বোয়ালমারী উপজেলার পৌরসদরের ছোলনা গ্রামে এ ঘটনা ঘটে। মিতু মৃধা উপজেলার গুনবহা ইউনিয়নের বিল্লাল মৃধার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পৌরসভার ছোলনা গ্রামের হাসিবুর বিশ্বাসের বাড়িতে নারিকেল গাছে পরিষ্কার করতে যান মিতু মৃধা। এ সময় নারিকেল গাছের একটি ডাল বিদ্যুতের তারের ওপর পড়ে। সেই ডালটি সরাতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তিনি মারা যান।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কে এম মাহমুদ রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বোয়ালমারী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আওলাত বলেন, নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিতু মৃধা মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha