আজকের তারিখ : মার্চ ১৫, ২০২৫, ৫:১৮ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৫, ২০২৩, ২:৪৪ পি.এম
নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় বাসের চাপায় নাঈম মোল্যা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চরযশোরদি ইউনিয়নের মোল্লার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহত ব্যক্তির নাম নাঈম মোল্লা লায়ম পার্শ্ববর্তী সালথা উপজেলার চর বল্লভদি গ্রামের শাহেদ আলী মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাঈম রাস্তা পায়ে হেটে রাস্তা পার হচ্ছিলেন। এ সমশ দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha