সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, (১৫ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ইং।
উপলক্ষ্যে নরসিংদী জেলা শিশু একাডেমি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়, সভাপতিত্ব করেন, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
অনুষ্ঠানের শুরুতে (১৫ আগস্ট), ১৯৭৫ এর কালরাত্রিতে ঘাতকের বুলেটে শাহাদাত বরণকারী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে, এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ১৯৭৫ এর (১৫ আগস্টে) শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুতে তার আদর্শ ও জীবনদর্শন মলিন হয়ে যায়নি, নি:শেষিত নিপীড়িত জনগণের পথপ্রদর্শক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এর প্রদর্শিত সাম্য ও ঐক্যের অসাম্প্রদায়িক এবং অর্থনৈতিকভাবে, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
পুলিশ সুপার তার বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ মহাকাব্যের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, (১৫ আগস্ট) শাহাদাৎ বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু'র পরিবারের সদস্য মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন।
বীরত্ব, সাহস ও তেজস্বীতার অনন্য বৈশিষ্ট্যে বঙ্গবন্ধু ছিলেন ভাস্বর। তিনি জাতির জন্য সম্ভাবনার অসীম দিগন্ত উন্মোচন করে গিয়েছেন। দৃঢ়চেতা, অকুতোভয়, উদার, দূরদর্শী বঙ্গবন্ধুর শৈশব থেকেই মানুষের প্রতি ছিল অগাধ ও নিঃস্বার্থ ভালোবাসা। আজীবন সংগ্রাম করে গেছেন অবিচার, অন্যায়, বৈষম্য আর শোষণের বিরুদ্ধে।
পরবর্তীতে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ১৪ জন উদ্যোক্তার মাঝে মোট ১০ লক্ষ টাকা যুব ঋণ বিতরণ করা হয়।