কুষ্টিয়া-রাজবাড়ী রেলরুটের গড়াই নদীর ওপরের রেলসেতুর স্লিপারে আগুন লেগেছে।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল ৮টার দিকে সেতুর স্লিপারে ধোয়া দেখে স্থানীয়রা “৯৯৯” এ ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
কুমারখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্লিপারের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়। রেলসেতুর কাঠের স্লিপার অনেক পুরনো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্লিপারের ওপর জ্বলন্ত কাগজের টুকরো পড়ার কারণে এ ঘটনা ঘটেছে।
এসময় রেল কর্তৃপক্ষ এ পথ দিয়ে সাময়িক রেল চলাচল বন্ধ রেখেছিল। পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখছে রেলওয়ে পুলিশ। এরই মধ্যে রেল পুলিশের দু’টি টিম তদন্ত শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha