ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও ‘‘জাতীয় শোক দিবস’’ পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে দিনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া করা হয়। পরে উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে র্যালী, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সাথে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। সভা শেষে প্রধান অতিথি সকল মুক্তিযোদ্ধাদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন আল রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ওমর ফয়সল, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, উপজেলা সকল মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
অপরদিকে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাঙ্গালীভোজে অংশগ্রহণ করেণ। এসময় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha