সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর নান কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সারে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করা হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন, রহনপুর পৌরসভা, গোমস্তাপুর থানা পুলিশ, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাব, রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মীরা, বিভিন্ন স্কুল কলেজ ও সামাজিক সংগঠন গুলো অংশগ্রহণ করেন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজালা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল হামিদ ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
অপর দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল সারে ৯টায় রহনপুর কলোনি মোড়স্থ আওয়ামী লীগ কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ডাক বাংলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য মুঃ গোলাম মোস্তফা বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুঃ জিয়াউর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকতারা, রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মোহাম্মদ ফিটু, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ আজিজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী, পৌর ছাত্র লীগের সভাপতি এন্তাজুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha