ফরিদপুরের বোয়ালমারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে সকাল ৯টায় বোয়ালমারী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গুবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ এর সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ দিবসটি উপলক্ষে বিশাল এক র্যালী বের করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা রোড আওয়ামী লীগের কার্যালয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি এডভোকেট লিয়াকত সিকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার দিলারা আক্তার, অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব।
দিবসটি উপলক্ষে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মলয় কুমার বোস এর সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বোয়ালমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এম মোশাররফ হোসেন (মুশা মিয়া), সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সহসভাপতি ইস্রাফিল মোল্যা, আওয়ামী লীগ সদস্য হাসানুজ্জান মিয়া মুকুল, সদস্য ও পৌর কাউন্সিলর আব্দুল মান্নান, যুবলীগের যুগ্ম আহবায়ক হান্নান মোল্যা, পৌর যুবলীগের আহবায়ক আহাদুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, এস এম বাকের ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম খান প্রমুখ।
এছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয় ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়। শিশু ও শিক্ষার্থীদের মাঝে দিবসটির তাৎপর্য ছড়িয়ে দিতে চিত্রাঙ্কন, রচনা ও বঙ্গবন্ধুর দেওয়া বিভিন্ন ভাষণের উপর বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111