নওগাঁর আত্রাইয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সরদার মাহমুদ হক (উত্তাল), সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার ফারুক, সহ-সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক কাজী রহমান, কোষাধ্যক্ষ মোঃ সামসুজ্জামান সেন্টু, সদস্য খন্দকার আব্দুল মালেক। এছাড়া উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আত্রাইয়ের সকল সাংবাদিকবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।