কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিকের খুনিদের ফাঁসি দাবীতে বিক্ষোভ মিছিল ও শহরের শাপলা চত্বরে বাস ষ্ট্যান্ডে গতকাল বিকেলে বিশাল প্রতিবাদ সমাবেশ করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মনিরুল হাসান শিশিরের সঞ্চলনায়, অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ভেড়ামারায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও পৌর সভার কাউন্সিলার সোলেয়মান মাষ্টার।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিকের স্ত্রী বীথি রানী , নিহতর ছোট ভাই সম্পদ কুমার প্রামাণিক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মানিক মিয়া, সিনিয়র সহসভাপতি আহাদুজ্জামান রানা,গামা,সোহাগ ও মনিরুল হাসান শিশির,ছাত্রলীগ নেতা প্রাইম ও বাধন প্রমূখ।
বক্তরা বলেন, যে অস্ত্র দিয়ে সঞ্জয় কুমার প্রামাণিকে হত্যা করেছে, সেই অস্ত্র উদ্ধার দেখতে চাই। সন্ত্রাসী মোস্তাফিজুর রহমান শোভন ও তার ক্যাডার বাহিনীকে যারা আশ্রয় বা প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিকের স্ত্রী বীথি রানী বলেন, ‘আমার স্বামী তো কারও কোনো ক্ষতি করে নাই। তাঁকে তো সবাই ভালোবাসতেন। তারপরও কেন আমার স্বামীর সঙ্গে এমনটা করল। কেন এমন হইল। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। এই হত্যাকান্ড জড়িত শোভন, ইয়ামিন, প্রত্যাশাদের বিচার চাই। তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। আমার জীবন থেকে যা চলে গেছে, তাদের জীবন থেকে যেন সবকিছু হারায়।
উল্লেখ্য, গত বুধবার (২ আগস্ট) রাত ১১টার দিকে ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামানিক (৩৫) দলীয় কর্মকান্ড শেষ করে শহরের গোডাউন মোড় এলাকায় তার বাড়িতে ফিরছিলেন। বাসায় ঢোকার সময় আগে থেকে সেখানে কুষ্টিয়া জেলা জাতীয় যুবজোটের (জাসদ) ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভনের নেতৃত্বে অবস্থান করা ২০ থেকে ২৫ জনের সন্ত্রাসীদল সঞ্জয় প্রামানিককে লক্ষ্য করে গুলি করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha