পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নের যাত্রাপথে অনেক বড় বাঁধা অতিক্রম করতে হয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ে দক্ষিন এশিয়ার অন্যান্য দেশকে পেছনে ফেলে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।
বর্তমান সরকারের সময়ে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করা হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ চলছে। কয়েক বছরের ব্যবধানে ফ্রিল্যান্সিং এর জগতে আসাটা অনেক সহজ হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকার যুবক এবং যুব মহিলাদের কর্মস্থানের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
এ সময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত জীবনে যার যত সমস্যাই থাকুন না কেন, জীবনে সাইন করতে হলে নিজের ভবিষৎ নিজেকেই গঠন করতে হবে। নুন্যতম শিক্ষাগত যোগ্যতায়, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিযে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হয়েছে। তাই চাকরির পেছনে না ছুটে নিজের যোগ্যতা দিয়ে ক্যারিয়ার গঠন করতে হবে।
সোমবার (১৪ আগষ্ট) সকাল ১১টায় বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের হলরুমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মাসুদ লতা,প্রশিক্ষনার্থী জেরিন আখতার প্রমুখ।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পদান করেন মৌমিতা ঘোষ ও বিক্রম কুমার( সিইও, জেবিডি আইটি) ও উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসার এস.এম.জি আজম। সুত্রে জানা যায়,১৫ দিনের এই প্রশিক্ষণে ১৮ থেকে ৩৫ বছর বয়সের ২৫ জন অংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha