ফটিকছড়ির বক্তপুর ব্রাদার্স-৭১" পরিবার এর উদ্যোগে শ্রদ্বাঞ্জলী জানান এতে উপস্থিত ছিলেন ব্রাদার্স-৭১" এর আহবায়ক যুবলীগ নেতা মোহাম্মদ ইয়াছিন ও ব্রাদার্স-৭১" এর সদস্য ইরফান, রকি, রিয়াজ, ইকবাল, আসিস,সামির, মাহফুজ, আরিফ, রোবেল, মুন্না ও রিমন সহ সদস্যবৃন্ধ।
তারা শহীদ নয়নের কবরে শ্রদ্ধা নিবেদন ও মাওলানা মোঃ মাহফুজ দোয়া জিয়ারত করেন। উপস্থিত নেতৃবৃন্দরা বলেন সাংবাদের মাধ্যমে খুনিদের মুখোশ উন্মোচন করে দ্রুত বিচার কার্যকর করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।