আজকের তারিখ : মার্চ ১৫, ২০২৫, ৫:১৪ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৩, ২০২৩, ৪:৫৮ পি.এম
রাজেন্দ্র কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন

সরকারি রাজেন্দ্র কলেজের উদ্যোগে আজ রবিবার সকাল ১১ টায় কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহার সভাপতিত্বে শহর ক্যাম্পাসের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ঐতিহাসিক জীবনপটের টেরাকোটা শিল্পকর্মের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আব্দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, সরকারি রাজেন্দ্র কলেজর উপাধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, শিক্ষক পরিষদের সম্পাদক মো: শহিদুল ইসলাম, সাবেক সম্পাদক মো: আশরাফুল আজম, আহবায়ক-ম্যুরাল নির্মাণ কমিটি সরকারি রাজেন্দ্র কলেজ প্রফেসর ড.রসময় কীর্ত্তনীয়া ।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন- আওয়ামীলীগ সরকারের আমলে দেশের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্টান থেকে সন্ত্রাস, দুর্নীতি দূর করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আব্দুর রহমান তার বক্তব্য বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হবে। বিএনপি- জামায়াত চক্র যতই ষড়যন্ত্র করুক না কেন নির্বাচন যথাসময়েই হবে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তত্বাবাধায়ক সরকার সম্পর্কে বলেছিলেন, পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এখন কোন মুখে বিএনপির নেতৃবৃন্দ তত্বাবধায়ক সরকারের কথা বলেন। তারা দেশের জনগণের উপর আস্থা না রেখে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামীলীগকে ক্ষমতায় আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha