মহামারি করোনাভাইরাস থেকে সুরক্ষার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফরিদপুর সদর (জেনারেল) হাসপাতালে টিকাদান কেন্দ্রের উদ্বোধন করা হয়। দ্বিতীয় ডোজ করোনা টিকা উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান, বিএমএর সভাপতি ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।
সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে প্রথম ডোজে টিকা এসেছে ৬০ হাজার। আমরা সেই টিকা ৫৯ হাজার ৫২২ জনকে দিয়েছি।
তিনি বলেন, দ্বিতীয় ডোজ পেয়েছি ৪২ হাজার। আমরা জেলার সব উপজেলায় ভ্যাকসিনগুলো বণ্টন করেছি। বৃহস্পতিবার থেকে একযোগে সব জায়গায় এই টিকা দেয়া শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫